ভারতের জম্মু-কাশ্মীরে ফের মেঘ ভাঙা বৃষ্টি,মৃত কমপক্ষে ৭
আন্তর্জাতিক ডেস্ক : জম্মু-কাশ্মীরের কাঠুয়া জেলার একটি গ্রামে মেঘভাঙা বৃষ্টি নামে। লাগাতার বৃষ্টিতে এরপরই হড়পা বান আসে। ভেসে যায় গ্রামের একাংশ। রেললাইন থেকে শুরু করে ৪৪ নম্বর জাতীয় সড়কও হড়পা বানে ভেসে গিয়েছে বলেই খবর।
জম্মু-কাশ্মীরে ফের মেঘ ভাঙা বৃষ্টি। নামল হড়পা বান। কিস্তওয়ারের পর এবার বিপর্যয় কাঠুয়া জেলায়। মেঘ ভাঙা বৃষ্টি এবং তার জেরে হড়পা বানে জলের স্রোতে ভেসে কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর।
শনিবার মধ্য রাত থেকে রবিবার ভোরের মধ্যে জম্মু-কাশ্মীরের কাঠুয়া জেলার একটি গ্রামে মেঘভাঙা বৃষ্টি নামে। লাগাতার বৃষ্টিতে এরপরই হড়পা বান আসে। ভেসে যায় গ্রামের একাংশ। রেললাইন থেকে শুরু করে ৪৪ নম্বর জাতীয় সড়কও হড়পা বানে ভেসে গিয়েছে বলেই খবর। এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত আরও অনেকে। বহু মানুষ জলের তোড়ে ভেসে গিয়েছেন বলেও আশঙ্কা করা হচ্ছে।
ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জীতেন্দ্র যাদব, যিনি জম্মু-কাশ্মীরের উধমপুরের সাংসদ, তিনি জানিয়েছেন, মেঘ ভাঙা বৃষ্টিতে একটি পুলিশ স্টেশন, ৪৪ নম্বর জাতীয় সড়ক ও রেলওয়ে ট্র্যাক ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে। সেনা ও প্যারামিলিটারি ফোর্সও উদ্ধার অভিযানে নেমেছে।
ভারতের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও এই ঘটনায় নিহতদের পরিবারের প্রতি শোকপ্রকাশ করেছেন। প্রশাসনিক আধিকারিকদের দ্রুত উদ্ধারকাজের নির্দেশ দিয়েছেন।
আবহাওয়া দফতরও জম্মু-কাশ্মীর নিয়ে সতর্কতা জারি করেছে। কাঠুয়া জেলায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নদী, নালার তীরে যাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। ধস প্রবণ এলাকাগুলিও এড়িয়ে চলতে বলা হয়েছে। নদীর জলস্তর বেড়ে হড়পা বান ও ধসের সম্ভাবনা রয়েছে।