কেরানীগঞ্জে র্যাবের অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৫
নিজস্ব প্রতিবেদক: ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন ঘাটারচর এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২ এর বিশেষ অভিযানে একটি বিদেশী পিস্তল, ১০ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধারসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই “বাংলাদেশ আমার অহংকার” স্লোগান নিয়ে সংস্থাটি সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি, অপহরণ ও অবৈধ অস্ত্র ব্যবসায় জড়িতদের গ্রেপ্তার করে অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
র্যাব-২ এর তথ্য অনুযায়ী, গত ১৭ আগস্ট রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ঘাটারচর এলাকায় এক অস্ত্র ব্যবসায়ী অবস্থান করছে। এ সময় অভিযান চালিয়ে মোঃ সাইদুল ইসলাম ওরফে স্বপন (৩০) কে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার ঘরের খাটের নিচ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশী পিস্তল, ১০ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন।
পরবর্তীতে স্বপনের স্বীকারোক্তি অনুযায়ী সাভারের ভাকুর্তা এলাকা থেকে তার দুই সহযোগী—মোঃ রায়হান (৪০) ও মেহেদী হাসান ইউসুফ (৩৮)—কে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের তথ্যের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুর থেকে আরও দুই সহযোগী—মোঃ আবুল হাসেম (৬৪) ও জুয়েল মিয়া (৩২)—কে আটক করে র্যাব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে অবৈধ অস্ত্র ব্যবসা, জমি দখল, চাঁদাবাজি ও অস্ত্রের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে আসছিল।
র্যাব-২ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং তাদের সহযোগী অন্যান্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
বিআলোে/এফএইচএস