• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    হাসপাতালে ভাষাসৈনিক আহমদ রফিক, শারীরিক অবস্থার অবনতি 

     dailybangla 
    18th Aug 2025 2:36 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ভাষাসৈনিক, প্রাবন্ধিক ও লেখক আহমদ রফিক (৯৮) গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (১৭ আগস্ট) রাত ১২টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করেন।

    চিকিৎসকরা জানিয়েছেন, আহমদ রফিকের রক্তচাপ ও হার্ট রেট স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি এবং শরীর বেশ দুর্বল। ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতার কারণে তার এই শারীরিক জটিলতা দেখা দিতে পারে।

    তার ব্যক্তিগত সহকারী আবুল কালাম জানান, গত কয়েকদিন ধরে তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। এর আগেও এক সপ্তাহ হাসপাতালে চিকিৎসা নিলেও অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়নি। ২০০৬ সালে স্ত্রী মৃত্যুর পর থেকে তিনি রাজধানীর ইস্কাটনের বাসায় কেয়ারটেকার ও গাড়িচালককে সঙ্গে নিয়ে বসবাস করছেন।

    ভাষা আন্দোলনের সময় ঢাকা মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন আহমদ রফিক। ফজলুল হক হল, ঢাকা হল ও মিটফোর্ডের ছাত্রদের সঙ্গে তিনি ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। সভা-সমাবেশ ও মিছিলে নিয়মিত অংশ নিয়েছেন। ১৯৫৪ সালে ঢাকা মেডিকেলের আন্দোলনকারী ছাত্রদের মধ্যে একমাত্র তার বিরুদ্ধেই গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। ১৯৫৫ সালের শেষ দিকে তিনি পুনরায় প্রকাশ্যে এসে পড়াশোনা চালিয়ে যান। যদিও এমবিবিএস ডিগ্রি অর্জন করেছিলেন, তবে চিকিৎসক হিসেবে কাজ করেননি।

    ১৯৫৮ সালে তার প্রথম প্রবন্ধগ্রন্থ ‘শিল্প সংস্কৃতি জীবন’ প্রকাশিত হয়। এরপর থেকে লেখালেখিতেই জীবন উৎসর্গ করেছেন তিনি। ১৯২৯ সালের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম নেওয়া এই ভাষাসংগ্রামী ও লেখক পেয়েছেন একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার, রবীন্দ্রত্ত্বাচার্য উপাধিসহ বহু সম্মাননা।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031