• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    শের-ই-বাংলা মেডিকেলে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীদের কর্মবিরতি 

     dailybangla 
    18th Aug 2025 3:24 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতিতে গেছেন এবং শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন। সোমবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের প্রতিনিধিরা।

    ইন্টার্ন চিকিৎসকদের প্রতিনিধি নাজমুল হুদা বলেন, গতকাল মেডিসিন ইউনিট-২-এর মেডিকেল অফিসার ডা. দিলীপ রায়-এর ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা হাসপাতালে ইট-পাটকেল নিক্ষেপ করে আতঙ্ক সৃষ্টি করে, এতে রোগী ও চিকিৎসকরা ভয় পেয়ে যান এবং অনেকে কর্মস্থল ত্যাগ করেন। এই ঘটনার বিচারের ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে রোববার বিকেল ৩টা থেকে দেড় শতাধিক ইন্টার্ন চিকিৎসক কর্মবিরতিতে যান।

    নাজমুল হুদা আরও জানান, তারা স্বাস্থ্যখাত সংস্কারের পক্ষপাতী হলেও তাদের নিরাপত্তা চরম হুমকির মুখে রয়েছে। বারবার চিকিৎসক ও স্টাফদের ওপর হামলা হচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, হামলার সঙ্গে জড়িত ও উসকানিদাতাদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। তা না হলে জরুরি বিভাগ, আউটডোর ও ওয়ার্ডসহ বর্তমানে সীমিত চিকিৎসাসেবা বন্ধ করারও প্রস্তুতি রয়েছে।

    অপরদিকে, শের-ই-বাংলা মেডিকেল কলেজের ৫২তম ব্যাচের শিক্ষার্থী জুবায়ের আল মাহমুদ বলেন, স্বাস্থ্যখাত সংস্কারের আন্দোলনের সঙ্গে আমরা একমত। তবে আন্দোলনকারীদের ক্ষোভ সাদা অ্যাপ্রোনধারী চিকিৎসক, নার্স ও স্টাফদের ওপর প্রকাশিত হচ্ছে। এমনকি শিক্ষার্থীদেরও হেনস্থা করা হয়েছে। তাদের দাবি, হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে তারা ক্লাস ও ওয়ার্ড কার্যক্রমও বর্জন করবেন।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031