রাজশাহীতে ঋণগ্রস্ত কৃষকের আত্মহত্যা
মীর তোফায়েল হোসেন, রাজশাহী: রাজশাহীর মোহনপুর উপজেলার খাড়ইল গ্রামে ঋণের দায়ে আকবর হোসেন নামে এক কৃষক আত্মহত্যা করেছেন ।
আজ (১৮ আগষ্ট) সকাল ছয়টায় একটি পান বরজে গলায় দঁড়ি দিয়ে আত্মহত্যা করে সে। নিহত আকবর হোসেন লোকমান হোসেনের ছেলে।
নিহতের স্বজন ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে আকবর কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করত। ঘটনার দিন খুব ভোরে পান বরজে কাজ করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। কিছুক্ষণ পর তার ছেলে সুমন কয়েকজন শ্রমিক সঙ্গে নিয়ে কাজের উদ্দেশ্যে ওই পান বড় যে গেলে তার বাবাকে ফাঁস দেয়া অবস্থায় দেখতে পান। পরে সবাই মিলে মরদেহ বাড়িতে নিয়ে আসে। তারা জানান, আকবরের সংসারে নিয়মিত অভাব অনটন লেগেই থাকতো। সে বিভিন্ন এনজিও ও স্থানীয় সুদ ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ৬-৭ লক্ষ টাকা ঋণ নিয়েছিল। কোনভাবেই তা পরিশোধ করতে পারছিল না। ঋণের বোঝা বইতে না পেরে সে আত্মহত্যা করেছে বলে তাদের ধারণা।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, খড়াইল গ্রামে এক ব্যক্তি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, প্রথমেই তদন্তে জানা গেছে মূলত ঋণের দায়ে তিনি আত্মহত্যা করেছেন।
উল্লেখ্য, গত ১৫ আগষ্ট জেলার পবা উপজেলার বামুনশিকড় এলাকায় ঋণের দায়ে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেন।
বিআলো/তুরাগ