আশুগঞ্জে ৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার
dailybangla
18th Aug 2025 7:50 pm | অনলাইন সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৬ কেজি গাঁজাসহ মোহন মিয়া (২১) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৮ আগস্ট) রাত ১টা ৩৫ মিনিটে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার পাশে এ অভিযান চালানো হয়।
আশুগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে অংশ নেয়। অভিযানে চরচারতলা এলাকার সড়ক থেকে মোহন মিয়াকে আটক করা হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা গ্রামের মোরশেদ মিয়ার ছেলে।
আটকের সময় তার হেফাজত থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশুগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।
আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “মাদকবিরোধী এই ধরনের অভিযান নিয়মিত চলবে।”
বিআলো/তুরাগ