৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবসে আলেম সমাজের অবদান উপেক্ষিত: মুফতি মাহবুবুর রহমান বিন নুরি
নিজস্ব প্রতিবেদক: ইকামতে ইসলাম আন্দোলনের সভাপতি মুফতি মাহবুবুর রহমান বিন নুরি মন্তব্য করেছেন যে, জুলাই আন্দোলন উপলক্ষে ইউনুস সরকার ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবসে আলেম সমাজের গুরুত্বপূর্ণ অবদানকে উপেক্ষা করেছে। তিনি বলেন, ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করা হয়েছে, তবে তা এখনও অপূর্ণাঙ্গ এবং ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ সত্যগুলোকে অন্তর্ভুক্ত করা হয়নি।
বাংলাদেশ শ্রমজীবী পার্টির আয়োজনে মিরপুর ফুট ভ্যালী রেস্টুরেন্ট, সেকশন ১১, পল্লবী, ঢাকায় অনুষ্ঠিত “জুলাই গণআন্দোলন পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি ও আমাদের করণীয়” শীর্ষক মতবিনিময় সভায় মুফতি মাহবুবুর রহমান বিন নুরি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে ২০১৩ সালে শাপলা গণহত্যা, ২০২১ সালে মোদিবিরোধী নিরস্ত্র আন্দোলনকারীদের হত্যাকাণ্ড এবং পরবর্তী সময়ে আলেম সমাজের ওপর গুম-খুন, জেল-জুলুম ও বিচারিক হত্যাকাণ্ডের মতো বাস্তবতা ‘জুলাই ঘোষণাপত্র’-এ পুরোপুরি উপেক্ষিত হয়েছে।
তিনি আহ্বান জানান, জুলাই গণঅভ্যুত্থানে আলেম সমাজের ভূমিকা প্রামাণ্য দলিল হিসেবে অন্তর্ভুক্ত করা হোক। এছাড়াও শহীদ ও আহতদের স্বীকৃতি, পুনর্বাসন, নেতৃত্বের স্বীকৃতি, দৃশ্যমান বিচার প্রক্রিয়া এবং সংবিধান পুনর্লিখনের জন্য গণপরিষদ গঠন করা উচিত।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমজীবী পার্টির সভাপতি লায়ন মোঃ আবদুল কাদের জিলানী। তিনি বলেন, ঢাকার ঘনবসতিপূর্ণ এলাকায় বিমান বিধ্বস্ত হওয়া একটি বেদনাদায়ক ঘটনা। এতে নিহত ও আহত স্কুল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য সরকারের প্রতিকার ও ক্ষতিপূরণ যথেষ্ট নয়। তিনি তত্ত্বাবধায়ক সরকারের ব্যর্থতা তুলে ধরে বলেন, একটি সর্বদলীয় সরকার গঠন করে ভবিষ্যতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা প্রয়োজন।
সভায় সভাপতিত্ব করেন সাখাওয়াত হোসেন শুভ, সাধারণ সম্পাদক বাংলাদেশ শ্রমজীবী পার্টি। প্রধান আলোচক ছিলেন লায়ন মোঃ আবদুল কাদের জিলানী। বক্তব্য রাখেন মুফতি মাহবুবুর রহমান বিন নুরি, জাতীয় ঐক্য জোটের প্রধান সমন্বয়ক মাওলানা আলতাফ হোসেন মোল্লা, বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান সিদ্দিকুর রহমান খান, সংস্কার পার্টির চেয়ারম্যান মেজর (অব) আমিন আহমেদ আনসারী। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র জনতা পার্টির প্যানেল সভাপতি মোঃ বেলাল হোসেন, ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের সভাপতি মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিআলো/তুরাগ