তিন দফার দাবিতে অবস্থান কর্মসূচির ডাক দিলো জবি শিক্ষার্থীরা
আবুবকর সম্পদ, জবি প্রতিনিধি: সম্পূরক বৃত্তি প্রদান, জকসু নীতিমালা অনুমোদন এবং সুনির্দিষ্ট রোডম্যাপের দাবিতে অবস্থান কর্মসূচিতে ডাক দিলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।
আজ সোমবার (১৮ আগস্ট) তারা এই অবস্থান কর্মসূচির ডাক দেন।
অবস্থান কর্মসূচির বিজ্ঞপ্তি বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগামীকাল দুপুর ১২ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের ভিসি ভবনের সামনে তারা এই অবস্থান কর্মসূচি পালন করবে।
এ বিষয়ে একজন শিক্ষার্থী বলেন, আমরা আমাদের আবাসন ভাতা ও জকসু নিয়ে অনেক দিন ধরে আন্দোলন করে আসছি। প্রতিবার প্রশাসন আমাদের মুলা দেখিয়ে আসছে। প্রশাসন আমাদের জুলাই থেকে আবাসন ভাতা কার্যকর করার আশ্বাস দিয়ে আসলেও আগস্ট মাস শেষ পর্যায়েও আমরা এর কোনো অগ্রগতি দেখছি না। অন্যদিকে আমাদের সকলের দাবি জকসু (জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) নিয়ে বার বার তালবাহানা করছে প্রশাসন। এর প্রতিবাদে আমরা আগামীকাল ভিসি ভবনে অবস্থান করবো। আমাদের দাবি মানা না হলে আমরা আমাদের অবস্থান থেকে পিছু হটবো না।
উল্লেখ্য, আবাসন ভাতার দাবিতে ১৪মে (বুধবার) জবি শিক্ষার্থীরা লং মার্চ টু যমুনা কর্মসূচি পালন করলে দাবি মানার আশ্বাস দেওয়া হলেও এখনও তা কার্যকর হয়নি।
বিআলো/তুরাগ