• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ১৭ বছর পর যুক্তরাষ্ট্রে সংগীতসফরে আসিফ আকবর 

     dailybangla 
    19th Aug 2025 1:40 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদকঃ দীর্ঘ ১৭ বছর পর যুক্তরাষ্ট্রে সংগীতসফরে যাচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। আগামী ৩০ আগস্ট নিজের সংগীতদল ‘দ্য এ টিম’ নিয়ে দেশ ছাড়বেন তিনি। প্রায় দেড় মাসব্যাপী এই সফরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে অন্তত ১০টি কনসার্টে অংশ নেওয়ার কথা রয়েছে তার। সফরে তার সঙ্গে থাকবেন কণ্ঠশিল্পী আতিয়া আনিসা।

    রাজনৈতিক পরিস্থিতি ও পাসপোর্ট জটিলতার কারণে দীর্ঘদিন বিদেশের মঞ্চে গান গাইতে পারেননি আসিফ। তবে ২০২৩ সালে ই-পাসপোর্ট হাতে পাওয়ার পর বিদেশে কনসার্ট করার সুযোগ তৈরি হয়। শর্ত ছিল-নিজের গানের দলকেই সঙ্গে নিয়ে মঞ্চে উঠতে হবে।

    এরই মধ্যে মালদ্বীপে ‘দ্য এ টিম’ নিয়ে সফলভাবে কনসার্ট করেছেন আসিফ। এবার সেই দল নিয়েই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তিনি। এ প্রসঙ্গে আসিফ বলেন, যাদের সঙ্গে দেশে গান গাই, তাদের নিয়েই বিদেশেও গান গাই। ২০০৬-০৭ সালে ল্যাপটপ মিউজিক জনপ্রিয় হয়ে ওঠায় বিদেশে যন্ত্রশিল্পীদের চাহিদা কমে যায়। তখনই সিদ্ধান্ত নিই, নিজের দল ছাড়া কনসার্ট করব না। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সফল হয়েছি। ৩০ আগস্ট আমেরিকার বাফেলোতে ঐতিহ্যবাহী ফোবানা কনভেনশনের মঞ্চে ‘দ্য এ টিম’ নতুন করে অভিষিক্ত হতে যাচ্ছে।

    দলটির নেতৃত্বে আছেন উজ্জ্বল সিনহা (কি-বোর্ড)। এছাড়া রয়েছেন বিকাশ রায় (ড্রামস), শামু বড়ুয়া (লিড গিটার) ও নাদিমুর রহমান (বেজ গিটার)। পুরো সফরের আয়োজন করছে গ্যালাক্সি মিডিয়া। বাংলাদেশ থেকে সমন্বয় করছেন রূপকথা প্রোডাকশনসের এনামুল কবীর সুজন।

    আসিফ আকবর জানিয়েছেন, সেপ্টেম্বরজুড়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে কনসার্ট করবেন তিনি। অক্টোবরের প্রথম সপ্তাহেই দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তার। তবে কনসার্টের সংখ্যা বেড়ে গেলে সফর কিছুটা দীর্ঘ হতে পারে।

    বিআলো/এফএইচএস

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031