রাজশাহীতে বিএসটিআই অনুমোদনবিহীন বেকারিকে জরিমানা
নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ছাড়াই খাদ্যপণ্য উৎপাদন ও বিপণনের দায়ে সাহেব বাজারের ‘বেঙ্গল বেকারী এন্ড কনফেকশনারী’কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকায় এই অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বেকারিটির উৎপাদন প্রক্রিয়ায় বিভিন্ন অনিয়ম ও বিএসটিআই সনদ ছাড়া খাদ্যপণ্য বিক্রির প্রমাণ পাওয়া যায়।
রাজশাহী জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব অয়ন ফারহান শামস এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং-এর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। অভিযানে বিএসটিআই রাজশাহী অফিসের কর্মকর্তারা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
কর্তৃপক্ষ জানায়, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এবং অনুমোদনবিহীন খাদ্যপণ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
বিআলো/এফএইচএস