সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মাগুরার প্রবাসী নিহত
এস এম শিমুল রানা, মাগুরা: সৌদি আরবের তায়েফ শহরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তন্ময় মোল্লা (২৮) নামের এক প্রবাসী বাংলাদেশি। তিনি মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের বুজরুপ শ্রীগুন্ডী গোয়ালবাড়ি পাড়ার গ্রামের বাসিন্দা এবং মো. রেজাউল মোল্লার ছেলে। দুর্ঘটনাটি ঘটে গত ২১ জুলাই।
তন্ময়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার চাচা রিমাছ মোল্লা। তিনি জানান, ওইদিন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সৌদি আরবের তায়েফ শহরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তন্ময়। পরে গত রোববার (১৭ আগস্ট) বাংলাদেশ দূতাবাস থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানানো হয়, দীর্ঘদিন ধরে তন্ময়ের মরদেহ হাওড়িয়া আল নাহদা হাসপাতালের মর্গে রাখা আছে।
এ বিষয়ে চাউলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, তন্ময়ের মরদেহ দেশে আনার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের কাজ চলছে। এদিকে প্রবাসে অনাকাঙ্ক্ষিত মৃত্যুর খবরে গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।
বিআলো/এফএইচএস