ঢাকার কেরানীগঞ্জে কোস্ট গার্ডের বিনামূল্যে মেডিকেল ক্যাম্প
dailybangla
19th Aug 2025 4:49 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা, ১৯ আগস্ট ২০২৫ – বাংলাদেশ কোস্ট গার্ড কেরানীগঞ্জে একটি বিনামূল্যে মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে, যেখানে ৩৫৫ জন অসহায়, গরীব ও শিশুদের চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হয়।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, কেরানীগঞ্জ থানাধীন কাওতাইল সংলগ্ন বিসিজি স্টেশন পাগলায় সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এই ক্যাম্প পরিচালনা করা হয়।
তিনি আরও বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে আসছে। ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
বিআলো/এফএইচএস