বিএনপিকে দায়িত্ব দিলে ১৮ মাসে ১ কোটি লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে: ডাঃ জিয়াউদ্দিন হায়দার
মনিরুজ্জামান মনির: ঝালকাঠিতে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ডা. জিয়াউদ্দিন হায়দার এর সাথে মতবিনিময় সভা করেছেন ব্যবসায়ীরা।আজ মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা ১১টায় ঝালকাঠি শহরের সানাই কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি ফেরদৌস আহম্মেদ টিটুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, বাংলাদেশ শিশু হাসপাতাল এন্ড ইনস্টিটিউট এর প্রফেসর ডা. এসএম খালিদ মাহমুদ শাকিল, ব্যবসায়ী ও শহর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু, ব্যবসায়ী ও জেলা শ্রমিক দলের সভাপতি টিপু সুলতান।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ডা. জিয়াউদ্দিন হায়দার বলেন- বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশে ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি করা হবে। এর মাধ্যমে দেশের প্রবৃদ্ধি সামনের দিকে এগিয়ে নেয়া যাবে। বিএনপি ব্যবসায়ীদের কথা শুনতে চায়, তাদের পাশে থাকতে চায়। প্রয়োজন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করতে পারলে এদেশের উন্নয়ন করা সম্ভব। তিনি আরো বলেন -চাঁদাবাজের স্থান ঝালকাঠিতে হবে না। এদের প্রতিহত করার জন্য সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা -বিএনপির নাম ভাঙ্গিয়ে কেও কোন ধরনের চাঁদাবাজি, সন্ত্রাসী করলে সবাই মিলে তাকে আইনের হাতে তুলে দিতে হবে।এসময় আরো বলেন- মাদক এর ব্যাপারে জিরো টলারেন্স। আমি আইনশৃঙ্খলা বাহিনীর সাথে এই ব্যাপারে কথা বলেছি।আগামি ২৯ তারিখ বরিশালে বিভাগীয় পর্যায়ে সকল ব্যবসায়ীদের সাথে আলোচনা হবে এবং আপনাদের কি কি সহযোগিতা করলে ব্যবসা আরো বৃদ্ধি পাবে এই বিষয়ক কথা শুনবো। বিএনপিকে যদি আপনারা সহযোগিতা করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন, তাহলে ১৮ মাসে ১ কোটি লোকের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। উক্ত অনুষ্ঠানে জেলার সর্বস্তরের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
বিআলো/ইমরান