চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ অভিযানের উদ্বোধন
সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর: জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি ও মশাবাহিত রোগ প্রতিরোধে চাঁদপুর সদর উপজেলা পরিষদে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান (ক্লিনিং ক্যাম্পেইন) অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে উপজেলা পরিষদে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক সাখাওয়াত জামিল সৈকত।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যঝুঁকি ক্রমেই বাড়ছে। বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস, হাসপাতালসহ সর্বত্র পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।” তিনি আরও বলেন, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির সহযোগিতায় ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়াতে প্রশাসন কাজ করছে।
ক্লিনিং ক্যাম্পেইনে স্বেচ্ছাসেবক হিসেবে অংশ নেয় যুব রেড ক্রিসেন্ট চাঁদপুর জেলা ইউনিটের সদস্যরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—চাঁদপুর সদর ব্র্যাকের প্রোগ্রাম অফিসার আলমগীর হোসেন, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড হেলথ প্রোগ্রাম অফিসার মো. বেলাল হোসেন, যুব রেড ক্রিসেন্টের যুব প্রতিনিধি ওমর বিন ইউসুফ চৌধুরী।
আয়োজকরা জানান, সচেতনতামূলক প্রচারণার জন্য তিনটি গাড়িতে মাইকিং করা হয়। পাশাপাশি কমিউনিটির মানুষকে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে করণীয় বিষয়ে অবহিত করা হয়। অভিযানে ডেঙ্গু প্রবণ এলাকায় জমে থাকা পানি, ড্রেন, বাড়ির চারপাশ ও অব্যবহৃত পাত্র পরিষ্কার করা হয়।
বিআলো/তুরাগ