কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবক দলের র্যালী ও আলোচনা সভা
আকতার হোসেন (রবিন), কুমিল্লা উত্তর:বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী নানান আয়োজনে পালন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনাতে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও বৃক্ষ রোপনের আয়োজন করা হয়েছে।কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আনোয়ার হোসেন আনন্দের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ অহিদুজ্জানাম মোল্লার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক মোঃ আক্তারুজ্জামান, উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চান্দিনা উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট আতিকুল আলম শাওন, কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার রেজবীউল আহসান মুন্সী, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক এস এম ইমরান হাসান, যুগ্ম আহবায়ক মাজারুল হক (মাছুম) পাঠান, মামুন সরকার, মোঃ আল-আমিন, মোঃ জহিরুল ইসলাম হৃদয়, মঈন উদ্দিন খান মনি, মাসুদ ভুইয়া, ইব্রাহিম খলিল, এস এম আবু তালেব, মোঃ মঞ্জুরুল আলম মঞ্জু প্রমুখ। এ সময় স্বচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে “মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়” পুনর্ব্যক্ত করেন। তারা সংগঠনের প্রতিটি সদস্যকে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আরও সক্রিয় ভুমিকা রাখার আহ্বান জানান।
বিআলো/ইমরান