• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    মোংলায় ইয়াবা-গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক 

     dailybangla 
    19th Aug 2025 11:50 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: মোংলায় যৌথ বাহিনীর অভিযানে প্রায় ২ লাখ ৫১ হাজার টাকা মূল্যের ইয়াবা ও গাঁজাসহ কুখ্যাত দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড।

    মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গণমাধ্যমে এ তথ্য জানান।

    তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন দুপুর ২টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলার নেতৃত্বে নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে মোংলা থানাধীন বন্দর বহুমুখী মাদ্রাসা সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি বাড়ি তল্লাশি চালিয়ে প্রায় ১ কেজি গাঁজা ও ৪৩৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫১ হাজার টাকা। এসময় কুখ্যাত মাদক ব্যবসায়ী মো. বেল্লাল হোসেন (৪০) ও মো. সগির হোসেন (৫২) কে আটক করা হয়। তারা দুজনেই বাগেরহাটের মোংলা সদরের বাসিন্দা।

    জব্দকৃত মাদকদ্রব্য ও আটক আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান কোস্ট গার্ডের এ কর্মকর্তা।

    তিনি আরও বলেন, মাদক পাচার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031