কামরাঙ্গীরচরে চাঁদাবাজি মামলার আসামি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে চাঁদাবাজি মামলার এক এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১০।
র্যাব জানায়, ভুক্তভোগী ব্যবসায়ী মো. সিদ্দিক মিয়া (৪৭), পিতা মৃত তারা মিয়া, কয়লাঘাট ছাতা মসজিদ রোড, কামরাঙ্গীরচর এলাকায় ব্যবসা পরিচালনা করেন। গত ২৫ ফেব্রুয়ারি ২০২৫ রাত সাড়ে ১০টার দিকে তাজুল ইসলাম ওরফে তাজল (৪৫) ও তার সহযোগীরা ভয়ভীতি প্রদর্শন করে এবং খুন-জখমের হুমকি দিয়ে জোরপূর্বক তার কাছ থেকে ১ লাখ ৩৭ হাজার টাকা আদায় করে। পরে তারা আরও এক লাখ টাকা দাবি করে।
এরপর গত ৪ আগস্ট বিকেল ৫টার দিকে পুনরায় টাকা চাইলে ভুক্তভোগী অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা তাকে এলাকায় ব্যবসা করতে না দেওয়া ও প্রাণনাশের হুমকি দেয়। বিষয়টি নিয়ে ভুক্তভোগী কামরাঙ্গীরচর থানায় লিখিত অভিযোগ করলে গত ১০ আগস্ট মামলা নং-১২, ধারা ৩৮৫/৩৮৬/৫০৬ পেনাল কোড, ১৮৬০ অনুযায়ী মামলা রুজু হয়।
মামলার তদন্ত কর্মকর্তা আসামি গ্রেফতারে র্যাব-১০ এর সহযোগিতা কামনা করলে র্যাব গোয়েন্দা নজরদারি জোরদার করে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৩টা ৫০ মিনিটে কামরাঙ্গীরচরের লোহার ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি তাজুল ইসলাম ওরফে তাজলকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিআলো/তুরাগ