কামরাঙ্গীরচরে ময়লার ভাগারে যুবকের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কামরাঙ্গীরচর ব্যাটারিঘাট এলাকার একটি ময়লার ভাগার থেকে সাব্বির (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা সোয়া ১টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নিহত সাব্বির কামরাঙ্গীরচর থানার পাশের হুজুরপাড়া এলাকায় বসবাস করতেন। জীবিকা নির্বাহ করতেন ময়লা অপসারণের কাজ করে। বাবা-মা তাকে পরিত্যাগ করেছিলেন। দুপুরে ব্যাটারিঘাটের ময়লা অপসারণ কেন্দ্রে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কামরাঙ্গীরচর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ লুৎফর রহমান বলেন, মরদেহে দৃশ্যমান আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। বিস্তারিত তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
বিআলো/এফএইচএস