নাসিরনগরে জুয়ার আসর থেকে ৭ জুয়াড়ী আটক
dailybangla
20th Aug 2025 4:14 am | অনলাইন সংস্করণ
নিহারেন্দু চক্রবর্তী, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হরিপুর ইউনিয়নে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ২টার দিকে নাসির মিয়ার বাড়ির উঠানে অভিযান চালিয়ে ধরা পড়েন— মো. নাসির মিয়া (পিতা মৃত ফজলু মিয়া), মো. জাহার মিয়া (পিতা মৃত ফকির চাঁন), সাদ্দাম হোসেন (পিতা মো. আলী আজম), মো. ইউনুস মিয়া (পিতা মৃত ফুল মিয়া), মো. সেতু মিয়া (পিতা মৃত আল মামুন), ফুল মিয়া (পিতা মৃত তাজু মিয়া), মো. সোহেল (পিতা গেন্দু মিয়া)।
অভিযানের সময় তাদের কাছ থেকে জুয়ার সরঞ্জাম ও নগদ ১০,৩৫০ টাকা জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
বিআলো/তুরাগ