• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক 

     dailybangla 
    20th Aug 2025 12:52 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা ও উন্নয়নমূলক রাজনৈতিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)-এর তিন সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দলের সঙ্গে জামায়াত নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

    সূত্র জানিয়েছে, সাক্ষাৎটি অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। আইআরআই প্রতিনিধি দলে ছিলেন এশিয়া-প্যাসিফিক অঞ্চলের পরিচালক মি. স্টিফেন সিমা, উপপরিচালক মি. ম্যাথিউ কার্টার এবং সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মি. অমিতাভ ঘোষ।

    জামায়াতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এডভোকেট জসিম উদ্দিন সরকার।

    বৈঠকে ২০২৪ সালের গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বিশেষ করে চলমান বিচার কার্যক্রম, রাষ্ট্রীয় সংস্কার এবং অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের অগ্রগতি প্রসঙ্গে উভয় পক্ষ মতবিনিময় করেন।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031