• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    কৃত্রিম বুদ্ধিমত্তা জীবনযাত্রাকে সহজ, দ্রুত ও কার্যকর করেছে: সিনিয়র সচিব 

     dailybangla 
    20th Aug 2025 6:19 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আধুনিক যুগে জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিবর্তন এনে দিয়েছে। স্বাস্থ্যসেবা, যানবাহন, ব্যবসা, শিক্ষা, বিনোদন, কৃষি—সব খাতেই এআই প্রযুক্তি বিপ্লব ঘটাচ্ছে। সেই ধারায় ভূমি ব্যবস্থাপনাতেও এআই যুক্ত করা হচ্ছে, যা নাগরিকদের আরও নির্ভুল, দ্রুত ও স্বচ্ছ সেবা দেবে।

    মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে “ভূমি সেবায় Artificial Intelligence (AI) এর ব্যবহার এবং Block Chain সম্পর্কে ধারণা প্রদান” শীর্ষক লার্নিং সেশনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    সিনিয়র সচিব জানান, ভূমি জ্ঞান সিস্টেমে এআই প্রযুক্তি ব্যবহার হলে সাধারণ মানুষ সহজেই তাঁদের প্রয়োজনীয় ভূমি আইন ও সংশ্লিষ্ট সমস্যার সমাধান পেতে পারবেন। ভূমি-সম্পর্কিত তথ্য সবার হাতের নাগালে পৌঁছে দিতে মন্ত্রণালয় ইতিমধ্যে এআইভিত্তিক পোর্টাল তৈরির উদ্যোগ নিয়েছে।

    তিনি আরও বলেন, “এআই প্রযুক্তি ব্যবহার করে নামজারি শুনানির তারিখ সেবাগ্রহীতাকে সরাসরি ফোনে জানানো হবে। নামজারি সম্পন্ন হওয়ার পর সেবাগ্রহীতা সেবার মান সম্পর্কে মতামত দিতে পারবেন। এতে সেবার মান বাড়বে এবং দুর্নীতির কোনো সুযোগ থাকবে না।”

    কৃত্রিম বুদ্ধিমত্তা কীভাবে মানুষের শেখা, যুক্তি করা, সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে কম্পিউটার দ্বারা অনুকরণ করে—সে বিষয়েও অনুষ্ঠানে আলোচনা হয়।

    অনুষ্ঠানে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এএসএম সালাউদ্দিন নাগরী, অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত সচিব (আইন) মো. আব্দুর রউফ এনডিসি, অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. এমদাদুল হক চৌধুরী, অতিরিক্ত সচিব (মাঠ প্রশাসন) মোহাম্মদ মাহফুজুর রহমানসহ ভূমি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031