মাইলস্টোন বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারকে ক্ষতিপূরণ দাবী বিএনপির
চন্দনা রানী, উত্তরা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, মাইলস্টোন স্কুলে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় আহত ও নিহত শিক্ষার্থী ও শিক্ষকদের পরিবারের সদস্যদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। তিনি বলেন, এ পর্যন্ত ক্ষতিপূরণের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দুর্ঘটনার এক মাস পার হলেও তদন্ত কমিটির রিপোর্ট আমাদের কাছে নেই। আমরা জনগণের জন্য দায়বদ্ধতার অংশ হিসেবে ক্ষতিগ্রস্তদের সহায়তা করছি।
এ্যানী আরও বলেন, দেশে নির্বাচন ও গণতন্ত্রকে নিয়েও ষড়যন্ত্র হচ্ছে। এ ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করতে হবে।
বৃহস্পতিবার বিকেলে বিএনপির নেতারা ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। এতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোঃ মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, এম. কফিল উদ্দিন, মোঃ আফাজ উদ্দিন, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন, কৃষিবিদ মোখছেদুল মোমিন মিথুনসহ অন্যান্য নেতা ও উপদেষ্টা।
এ সময় ক্ষতিগ্রস্থদের জন্য বিভিন্ন ধরনের মৌসুমি ফল ও উপহার প্যাকেট বিতরণ করা হয়। শহিদ উদ্দিন এ্যানী বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় নেতাকর্মীরা টিমওয়ার্কের মাধ্যমে কাজ করে যাচ্ছে এবং চেষ্টা করছি আহত ও নিহতদের পরিবারকে সহায়তা দিতে।
বিআলো/এফএইচএস