আমরা সবাই বাংলাদেশি ধর্মীয় সংখ্যালঘু কথাটা আর শুনতে চাই না:ডা. জিয়াউদ্দিন হায়দার
মনিরুজ্জামান মনির,ঝালকাঠি:ঝালকাঠিতে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ডা. জিয়াউদ্দিন হায়দার সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা করেছেন । আজ বুধবার দুপুরে শহরের মদন মোহন আখড়া মন্দিরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মন্দির পরিচালনা কমিটির সভাপতি এ্যাডভোকেট তপন রায় চৌধূরী’র সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, ঝালকাঠি প্রেস ক্লাবের সাবেক সভাপতি চিত্তরঞ্জন দত্ত, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নির্মল চন্দ্র দে তরনী, সাধারণ সম্পাদক দুলাল সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অলোক সাহা, চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক খোকন ব্রহ্ম, বিএনপি নেতা বিষ্ণু চন্দ্র ধর, চন্দন পোদ্দার, জেলা যুবদলের আহবায়ক ( ভারপ্রাপ্ত) রবিউল হোসেন তুহিন, সদস্য সচিব এ্যাডভোকেট আনিসুর রহমান খান।
প্রধান অতিথির বক্তব্যে, বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ডা. জিয়াউদ্দিন হায়দার বলেন,‘ বাংলাদেশ থেকে ধর্মীয় সংখ্যালঘু কথাটা আর শুনতে চাই না, আমদের এই কথাটাকে জাদুঘরে পাঠাতে হবে এটা বিএনপির প্রধান লক্ষ। আমরা সবাই বাংলাদেশী এটাই আমাদের পরিচয়। এদশে সংখ্যা লঘু, সংখ্যা গুরু এমন বৈসম্য আর থাকবে না। বিএনপি সনাতন ধর্মাবলম্বীদের পাশে রয়েছে’। তিনি আরো বলেন,‘ মিথ্যা তথ্য দিয়ে এ দেশে আর কেউ রাজনীতি করতে পারবে না। দক্ষ বাংলাদেশ গড়ে তোলা বিএনপির প্রধান লক্ষ।’ এসময় জেলার সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বের লোকজন উপস্থিত ছিলেন।
বিআলো/ইমরান