সিআইডির জালে রুহুল আমিন স্বপন, ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক
মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি সিন্ডিকেটের প্রধানের ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক
উত্তরা-বনানীতে শত কোটি টাকার সম্পত্তি জব্দ
নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানীর সিন্ডিকেটের প্রধান রুহুল আমিন (স্বপন) ও তার স্বার্থ-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রায় ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করেছে সিআইডি।
তদন্তে দেখা গেছে, রুহুল আমিন (স্বপন) সিন্ডিকেটের মাধ্যমে জনশক্তি প্রেরণের নামে প্রায় ৮ হাজার কোটি টাকা আদায় করে আত্মসাৎ করেছেন এবং এই অর্থের মাধ্যমে বনানী, উত্তরা ও বসুন্ধরা আবাসিক এলাকায় ঘরবাড়ি ও জমি ক্রয় করেছেন।
সিআইডি জানায়, তার প্রতিষ্ঠান ক্যাথারসিস ইন্টারন্যাশনাল-এর নামে ঢাকার বিভিন্ন এলাকায় ৭টি দলিলভুক্ত জমি রয়েছে, যার মোট পরিমাণ ২৩১ কাঠা এবং দলিলমূল্য ১৫ কোটি ৫৫ লাখ ৩৩ হাজার টাকা। এসব স্থাবর সম্পত্তিসহ সিন্ডিকেটের মালিকানাধীন সম্পত্তির মোট মূল্য প্রায় ৫০০ কোটি টাকা।
ঢাকার অনুসন্ধানকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সিনিয়র স্পেশাল জজ সম্পত্তিগুলোর উপর ক্রোকাদেশ প্রদান করেছেন।
সিআইডি রুহুল আমিন (স্বপন) এবং সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধান অব্যাহত রাখছে এবং মানিলন্ডারিং আইনের আওতায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিআলো/তুরাগ