এক্সপ্রেসওয়েতে দ্রুতগতির প্রাইভেটকার উল্টে নিহত ৩
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দ্রুতগতির একটি প্রাইভেটকার উল্টে ৩ জন নিহত হয়েছেন।
নিহতরা হলেন—আরমান (২৫), রাইসা (২০) ও তানজিল (২৪)। গুরুতর আহত অপর যাত্রীর নাম রবিন হোসেন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৬টার দিকে মুন্সিগঞ্জের ষোলঘর যাত্রী ছাউনি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ভোরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর যাত্রী ছাউনির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা লেগে একটি প্রাইভেটকার উল্টে যায়।
তিনি আরও বলেন, এ ঘটনায় প্রাইভেটকারে থাকা চারজনের মধ্যে ঘটনাস্থলে দুইজন নিহত জন। আর আহত বাকি দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর আরও একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, অতিরিক্ত গতির কারণে গাড়ির নিয়ন্ত্রণ হারানো অথবা অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
বিআলো/শিলি