• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বিস্ফোরণ মামলায় ফখরুলসহ ৬৫ জন অব্যাহতি 

     dailybangla 
    21st Aug 2025 2:12 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: রাজধানীর রমনা থানায় ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে দায়ের হওয়া মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির শীর্ষ ৬৫ নেতা অব্যাহতি পেয়েছেন।

    বৃহস্পতিবার (২১ আগস্ট) শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে এ আদেশ দেন। আদালতে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. রফিকুল ইসলাম খান।

    অব্যাহতিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও বরকত উল্লাহ বুলু, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম প্রমুখ।

    ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির পূর্বঘোষিত মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর রমনা থানা এলাকায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মীরা সংঘর্ষে জড়ান। এ সময় ককটেল বিস্ফোরণ, যানবাহন ভাঙচুর এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে।

    পরবর্তীতে ৩১ অক্টোবর রমনা থানার এসআই আউয়াল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

    এরপর ২০২৪ সালের ২১ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মামুন হাসান আদালতে পৃথক দুটি চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে মির্জা ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতির আবেদন করা হয়।

    ২০২৪ সালের ১৮ ডিসেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত একটি প্রতিবেদন গ্রহণ করে অব্যাহতি দেন। একই সঙ্গে বিস্ফোরণ আইনের মামলাটি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বদলি করা হয়। সর্বশেষ আজ ওই আদালতও পুলিশি প্রতিবেদনের ভিত্তিতে অব্যাহতির আদেশ দেন।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031