• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    চাঁদপুরে আইন-শৃঙ্খলা ও নদী নিরাপত্তায় কোস্ট গার্ডের গণশুনানি 

     dailybangla 
    21st Aug 2025 10:04 pm  |  অনলাইন সংস্করণ

    জলদস্যু দমন, চোরাচালান ও অবৈধ মৎস্য আহরণ রোধে স্থানীয়দের মতামত গ্রহণ

    নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর: দেশের নদীবেষ্টিত উপকূলীয় এলাকাগুলোতে আইন-শৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড কার্যকর ভূমিকা পালন করছে। এ কার্যক্রমকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব করতে বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫) সকালে চাঁদপুরে এক গণশুনানির আয়োজন করে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর।

    কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গণমাধ্যমকে জানান, সকাল ১০টায় মেঘনা ও ডাকাতিয়া নদী সংলগ্ন এলাকায় আয়োজিত এ গণশুনানিতে স্থানীয় জনগণ, জেলেসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।

    গণশুনানিতে আলোচনার মূল বিষয়গুলো ছিল- সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, জলদস্যু ও সন্ত্রাস দমন, নদীপথে চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, অবৈধ বালু উত্তোলন প্রতিরোধ, টেকসই মৎস্য আহরণ নিশ্চিতকরণ।

    এ সময় স্থানীয় জনগণ ও জেলেরা তাদের অভিজ্ঞতা ও সমস্যার কথা তুলে ধরেন। অভিযোগ ও মতামতের ভিত্তিতে কোস্ট গার্ড এবং সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

    গণশুনানিতে নৌ পুলিশ, থানা পুলিশ, বিআইডব্লিউটিএ, জেলা মৎস্যজীবী সমিতি, জেলেদের প্রতিনিধি ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, নাগরিকদের প্রত্যক্ষ অংশগ্রহণ ছাড়া আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপদ নদীপথ নিশ্চিত করা সম্ভব নয়। বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031