সন্ত্রাসীদের হামলায় আহত সংবাদিক আনোয়ার হোসেনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ঐতিহ্যবাহী ত্রিশাল পিবি উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি সপ্তাহে বিনামূল্যে একবেলা খাবার বিতরণ কার্যক্রম অব্যাহত আছে। প্রতি সপ্তাহের ন্যায় বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপরে ফাউন্ডেশনের কার্যালয়ে গাজীপুরে পেশাগত দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় আহত দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ আনোয়ার হোসেনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও বিশ্বের সকল মুসলিম মৃত ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও পৌর শহরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের পথশিশু, ভিক্ষুক, অসহায় প্রায় তিনশত মানুষদের ভুনা ভিচুরি দিয়ে পেটভরে খাবার খাওয়ানো হয়।
খাবার কার্যক্রমে উপস্থিত ছিলেন, পিবি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সোহেল রানা, সাংবাদিক আব্দুল মালেক, শাহ্ সুলতান রঞ্জু, জাকিয়া বেগম, আসাদুজ্জামান শাহীন, দৈনিক একুশের বাণী পত্রিকার উপজেলা প্রতিনিধি ইকবাল হোসেন, সোহাগ আকন্দ, জাগ্রত টিভির নিউজ এডিটর শাহীনুর ইসলাম সহ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীগণ। পিবি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সোহেল রানা বলেন, আমার পিবি ফাইন্ডেশনের যাত্রা শুরু হয় ২০২০ সাল থেকে। পৌরশহরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের পথশিশু, ভিক্ষুক ও অসহায়দের জন্য আমার ব্যক্তিগত তহবিল, বন্ধুগণ ও সকলের সার্বিক সহযোগিতায় খাবারের আয়োজন করা হয়। সপ্তাহের প্রতি বৃহস্পতিবার বেলা বারোটা থেকে তিনটা পর্যন্ত বিরতিহীনভাবে খাবার খাওয়ানো হয়। এ ক্ষুদ্র সেবা কার্যক্রম অব্যাহত রেখেছি। যতদিন বেঁচে আছি এ সেবা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।
বিআলো/ইমরান