সাঁথিয়ায় শহীদ মাওলানা নিজামি ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
এস এম আলমগীর চাঁদ, পাবনা:পাবনার সাঁথিয়ায় শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী ফাউন্ডেশনের উদ্যোগে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। শুক্রবার (২২ আগস্ট) সাঁথিয়ার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ১০ টার দিকে এ মেডিকেল অনুষ্ঠিত হয়। নিজামী পুত্র ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এর সভাপতিত্বে উক্ত মেডিক্যাল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাওলানা মতিউর রহমান নিজামীর সুযোগ্য পুত্র ডাক্তার নাঈমুর রহমান খালেদ, সাঁথিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মোখলেছুর রহমান।অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল মাওলানা আনিসুর রহমান।
এ মেডিক্যাল ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকবৃন্দের মাধ্যমে প্রায় এক হাজারের অধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা, ডায়াবেটিস ,উচ্চ রক্তচাপ জনিত সমস্যা পরীক্ষা, ব্লাড গ্রুপিং, নাক কান গলা, গাইনি সহ বিভিন্ন রোগের ফ্রী চিকিৎসা প্রদান করা হয় এবং স্বাস্থ্য পরামর্শ সহ বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়।
বিআলো/ইমরান