• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    পিআর পদ্ধতির নামকরে নির্বাচন পেছাতে ষড়যন্ত্র চলছে: মীর সরফত আলী সপু 

     dailybangla 
    22nd Aug 2025 7:26 pm  |  অনলাইন সংস্করণ

    মোহাম্মদ ফয়সাল,সিরাজদিখান: সারাদেশে এখন বিএনপির জয়জয়কার সেটি দেখে একটি মহল ঈর্ষান্বিত হয়ে পিআর পদ্ধতির নাম দিয়ে নির্বাচনকে ষড়যন্ত্রমূলকভাবে পেছানোর অপচেষ্টা চালাচ্ছে এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।  আজ শুক্রবার (২২ আগস্ট) বেলা ১১টায় মুন্সীগঞ্জের  শ্রীনগর উপজেলার ছনবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পরিচ্ছন্নতা অভিযান ও স্বেচ্ছাসেবক সমাবেশ শেষে সাংবাদিকদের   প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
    মীর সরফত আলী সপু বলেন, বাংলাদেশের সবগুলো সেক্টর ফ্যাসিবাদরা নষ্ট করে দিয়ে গেছে। এখান থেকে উদ্ধার করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে সামনে এগিয়ে নিতে পারব।

    শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কাজী শামীম ইমাম সাচ্চুর সভাপতিত্বে সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ডা. জাহিদুল কবির, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল .মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য জসিম মোল্লা, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনা, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম, সিরাজদিখান উপজেলা ছাত্রদলের সভাপতি সাফকাত হোসেন রকিসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
    অনুষ্ঠানের সঞ্চালনা করেন মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদ ও কেএম রাজীব হাসান। সমাবেশ শেষে খাল পরিষ্কার, বৃক্ষরোপণ এবং ফগার মেশিন দিয়ে মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031