স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্রের আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান আমিনুল হকের
নিজস্ব প্রতিবেদক: বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, “আজ যারা স্বাধীনতা বিরোধী সংগঠন নির্বাচনকে পিছিয়ে দিতে চায়, তারা দেশের বিভিন্ন স্থানে ষড়যন্ত্র করছে। তাই আমাদের সকলের সতর্ক থাকা জরুরি।”
শুক্রবার বিকেলে মনিপুর উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে বৃহত্তর মিরপুরস্থ জাতীয়তাবাদী শিক্ষক কর্মচারী জনতা পরিবারের উদ্যোগে আয়োজিত ‘জুলাই গণ-অভ্যুত্থান বর্ষপূর্তি উদযাপন ২০২৫ ও শহীদ পরিবার ও আহতদের সম্মাননা প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, “মানুষ উন্মুখ হয়ে আছে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য। গত ১৫ বছর ধরে বাংলাদেশের মানুষ ভোটাধিকারের সুযোগ থেকে বঞ্চিত। তাদের অধিকার ফিরিয়ে এনে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। জনগণের সরকারই জনগণের কাছে জবাবদিহি করবে এবং জনগণের ইচ্ছানুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে।”
তিনি আরও উল্লেখ করেন, “বিএনপি জনগণের জন্য রাজনীতি করে। আওয়ামী লীগ সাধারণ মানুষের ওপর অন্যায় প্রভাব বিস্তার করেছে, কিন্তু আমাদের নেতারা সেই পথে হাঁটবেন না। বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাস করে। জনগণের সমস্যাকে নিজেদের সমস্যা মনে করে সমাধান করাই আমাদের রাজনীতি। বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের জন্য রাজনীতি করে।”
আমিনুল হক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মপরিকল্পনা উল্লেখ করে বলেন, “দেশের ভবিষ্যৎ সংস্কারের জন্য এই কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। ইনশাল্লাহ, তা বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি আধুনিক, মানবিক ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব।”
শিক্ষা প্রতিষ্ঠানের স্বাধীনতার ওপর জোর দিয়ে তিনি বলেন, “গত ১৭ বছরে আওয়ামী স্বৈরাচার সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করেছে। শিক্ষক ও শিক্ষার্থীদের বাধ্য করা হয়েছে দলীয় কর্মকাণ্ডে অংশ নিতে। আমরা চাই না শিক্ষকরা বিএনপির হয়ে চাপ অনুভব করুক। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান স্বাধীনভাবে চলবে এবং শিক্ষকেরা শিক্ষার মান উন্নয়নে কাজ করবেন।”
আমিনুল হক শহীদ পরিবারদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “বীর শহীদদের আত্মত্যাগের বিনিময়েই বাংলাদেশ স্বাধীন হয়েছে। শহীদ পরিবারকে বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রীয় খেতাব ও মর্যাদা প্রদানের উদ্যোগ নেওয়া হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবসময় শহীদ পরিবার ও আহতদের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন।”
সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর মিরপুর থানা যুবদলের আহ্বায়ক মোঃ শাকিল মোল্লা, বিশেষ অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, দারুসসালাম থানা বিএনপির আহ্বায়ক এবং ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এ সিদ্দিক সাজু, এ খালেক চ্যারিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল খালেক, পাশাপাশি শহীদ ও আহত পরিবারের সদস্যরা।
বিআলো/তুরাগ