বিসিসি’র অভাব পূরণ করছেন যুবদল নেতা হাবিবুল্লাহ
এইচ আর হীরা,বরিশাল ব্যুরো: বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) দীর্ঘদিনের অবহেলায় জর্জরিত ২২ নম্বর ওয়ার্ডের শহীদ জিয়া সড়ক অবশেষে সংস্কারের উদ্যোগ নিয়েছেন স্থানীয় বাসিন্দা ও বরিশাল জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাবিবুল্লাহ। নিজস্ব অর্থায়নে শুক্রবার (২২ আগস্ট) তিনি সড়কের বিভিন্ন খানাখন্দে ইটের সুরকী ফেলেন, যাতে স্থানীয়দের দুর্ভোগ কিছুটা হলেও কমে। গত ১৭ বছরে বেশ কয়েকবার জনপ্রতিনিধি পরিবর্তন হলেও এই সড়কের কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি। স্থানীয়দের অভিযোগ, বরাদ্দ আসার খবর শোনা গেলেও বাস্তবে কাজ শুরু হয়নি। বর্ষা মৌসুমে সড়কের খানাখন্দ আরও ভয়াবহ রূপ নেয়, এতে কয়েক হাজার মানুষের ভোগান্তি চরমে পৌঁছায়।স্থানীয় বাসিন্দা হানিফ বলেন, “দীর্ঘদিন আমরা এই সমস্যায় রয়েছি। কোনো জনপ্রতিনিধি বা বিসিসি আমাদের পাশে দাঁড়ায়নি।
তবে হাবিবুল্লাহ ভাইয়ের উদ্যোগে আমরা খুশি হয়েছি। তার পাশে থেকে আমরাও সহযোগিতা করবো।” এর আগে, চলতি বছরের ২৭ জুন শুক্রবার জুমার নামাজের পর বাইতুল মদিনা জামে মসজিদের সামনে স্থানীয়রা মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন। পরবর্তীতে ১ জুলাই হাবিবুল্লাহ নিজে উপস্থিত থেকে বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারীর হাতে এলাকাবাসীর পক্ষে গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি তুলে দেন। সেখানে দ্রুত সড়ক সংস্কার ও দীর্ঘদিনের অচল ড্রেনেজ ব্যবস্থার পুনর্নির্মাণের দাবি জানানো হয়। মো. হাবিবুল্লাহ বলেন, “দীর্ঘদিন ধরে এই সড়কে কোনো সংস্কার হয়নি। এতে স্থানীয়রা ভোগান্তির শিকার হচ্ছেন। অন্যান্য ওয়ার্ডে উন্নয়ন হলেও ২২ নম্বর ওয়ার্ড অনেকটাই অবহেলিত ছিলো। জনগণের দুর্ভোগ কমাতেই আমি এই উদ্যোগ নিয়েছি।” তার এই উদ্যোগে স্থানীয়রা পাশে দাঁড়িয়েছেন এবং এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।
বিআলো/ইমরান