মুকসুদপুরে যাত্রীবাহী বাস খাদে আহত ৩০
dailybangla
23rd Aug 2025 5:58 pm | অনলাইন সংস্করণ
বাদশাহ মিয়া,মুকসুদপুর: গোপালগঞ্জের মুকসুদপুরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার খাদে পানিতে পড়ে যায়। এতে প্রায় ৩০ জন যাত্রী আহত হয়েছে। শনিবার (২৩ আগষ্ট) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার তপারকান্দি নামক স্থানে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার তপারকান্দি নামক স্থানে বরিশাল গামী শাউন সাগর পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার খাদে পানিতে পড়ে যায়। এসময় প্রায় ৩০জন যাত্রী আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত টেকেরহাট নৌ ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ জালাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত কোন নিহতের খবর পাওয়া যায়নি।
বিআলো/ইমরান