বরিশালে ভূয়া ডিজিএফআই পরিচয় দেয়া যুবক আটক
বরিশাল ব্যুরো:বরিশাল কেন্দ্রীয় কারাগারের ভেতর থেকে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই সদস্য পরিচয় দেয়া এক যুবককে আটক করেছে কারা পুলিশ। শনিবার (২৩ আগস্ট) সকাল পৌনে ১১টার দিকে এ ঘটনাটি ঘটে। আটককৃত যুবকের নাম মেহেদী হাসান শাওন, তিনি বরিশাল নবগ্রাম রোড এলাকার মোল্লার দোকান সংলগ্ন হাওলাদার বাড়ির বাসিন্দা ফিরোজ আলমের ছেলে।
কারা সূত্র জানায়, শুক্রবার বিকেলে শাওন কারাগারে বন্দি সুয়ান নামে একজনের সাথে দেখা করতে আসেন। তখন তাকে শনিবার আসতে বলা হয়। শনিবার সকালে তিনি ফের এসে নিজেকে ডিজিএফআইয়ের সদস্য দাবি করেন। সন্দেহ হলে কারা কর্মকর্তারা তার কাছে পরিচয়পত্র চাইলে তিনি কোনো বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করলে বিষয়টি স্পষ্ট হয় যে তিনি ভুয়া পরিচয়ে এসেছেন।
বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন বলেন, “কারাগারে ডিজিএফআই পরিচয়ে প্রবেশ করতে চেয়েছিলেন মেহেদী। পরিচয়পত্র চাইলে তিনি দিতে পারেননি। পরে বিষয়টি যাচাই করে নিশ্চিত হওয়া যায় তিনি ভূয়া পরিচয়ে প্রবেশের চেষ্টা করেছেন।” এসময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়।
এ বিষয়ে বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, “কারা কর্তৃপক্ষ ভূয়া ডিজিএফআই পরিচয় দেয়া যুবককে আমাদের কাছে হস্তান্তর করেছে। এজাহার পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেদী হাসান শাওন দীর্ঘদিন ধরে নিজেকে বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে প্রতারণা চালিয়ে আসছিলেন। চাকরি দেয়ার নামেও তিনি বিভিন্ন জায়গা থেকে অর্থ হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। সবশেষ প্রতারণার চেষ্টা করতে গিয়েই তিনি কারা কর্তৃপক্ষের হাতে ধরা পড়েন।
বিআলো/ইমরান