রিলসের মারণ নেশা চোখের সামনে ভেসে গেলেন জনপ্রিয় ইউটিউবার
আলো ডেস্ক: রিলস ভিডিও শ্যুট ভয়ংকর পরিণতি। জলপ্রপাতে আচমকাই জল ছেড়ে দেওয়া হয়। আর সেই সময় একেবারে জলপ্রপাতের মাঝে দাঁড়িয়েছিলেন ২২-এর তরুণ ভারতের ইউটিউবার। জল আচমকা বেড়ে ওঠায় তিনি আটকে পড়েন। জলের তোড়ে ভেসে চলে যান। রিলস তৈরির মারণ নেশা। জলপ্রপাতের কাছে ভিডিয়ো করতে গিয়ে চরম পরিণতি।
এক ২২ বছর বয়সী জনপ্রিয় ইউটিউবার সাগর টুডু ওড়িশার কোরাপুট জেলায় দুধুমা জলপ্রপাতে তলিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত তরুণ জনপ্রিয় নিখোঁজ।
সূত্রের খবর, সাগর বহরমপুরের বাসিন্দা। নিজের ইউটিউব চ্যানেলে ভিডিয়ো তৈরির জন্য সাগর নিজের বন্ধু অভিজিতের সঙ্গে কটক থেকে কোরাপুটে গিয়েছিলেন। সাগর ড্রোন ক্যামেরা দিয়ে রিল তৈরির সময় ঘটনাটি ঘটে। সাগরের তলিয়ে যাওয়ার মুহূর্তের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।একটি ভিডিয়োতে দেখা যায়, সাগর জলপ্রপাতের মাঝখানে দাঁড়িয়ে আছেন এবং অন্যরা তাঁকে দড়ি দিয়ে বাঁচানোর চেষ্টা করছে। কিন্তু জলের প্রবল স্রোতে তিনি ভেসে যান।
মাচকুন্ডা বাঁধ কর্তৃপক্ষ লামতাপুট এলাকায় ভারী বৃষ্টির কারণে প্রায় ২,০০০ কিউসেক জল ছেড়ে দেয়। যার ফলে হঠাৎ জলের প্রবাহ বেড়ে যায় এবং সাগর মাঝনদীর একটি পাথরের উপর আটকে পড়েন। স্থানীয় বাসিন্দা ও পর্যটকেরা প্রাণপণ চেষ্টা করেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হন। ঘটনার খবর পেয়ে মাচকুন্ডা থানার পুলিস ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করেন। কোরাপুট জেলার পুলিস সুপার বলেন, ‘ওড্রাফ (ODRAF) এবং ফায়ার সার্ভিস টিম সেখানে উদ্ধার কাজ চালাচ্ছে। ওই যুবক বহরমপুরের বাসিন্দা এবং তিনি ঘুরতে এসেছিলেন। ঘটনাটি গতকাল ঘটেছে এবং আমরা তাঁর পরিবারকেও খবর দিয়েছি।’
বিআলো/ইমরান