গাজীপুরে ৪৩০০ শ্রমিকের মাঝে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিতরণ
dailybangla
25th Aug 2025 5:14 pm | অনলাইন সংস্করণ
মো.মনির হোসেন,গাজীপুর: গাজীপুরে নিজেদের চার হাজার তিনশত কর্মীকে বিনামূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিতরণ করেছে দ্য কটন গ্রুপ ও এসপি গ্রুপ। এছাড়াও স্থানীয় একটি স্কুলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা উপকরণ বিতরণ করা হয়। গত সোমবার সকালে গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ি বানিয়ারচালা এলাকার এ এম সি নিট কম্পোজিট লিমিটেড চত্ত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ”টুগেদার উই থ্রাইভ” শীর্ষক কার্যক্রমের আওতায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মধ্যে ছিল চাল, ডাল, ভোজ্য তেল ও আটা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এএমসি নিট কম্পোজিট লিমিটেডের পরিচালক উত্তম কুমার সাহা। বক্তব্যে উত্তম কুমার সাহা বলেন, ব্যবসায়িক সাফল্যের পিছনে এই শ্রমিকদের ভূমিকা অপরিসীম। আমাদের প্রধান উদ্দেশ্য আমরা ভালো থাকার চেয়ে, শ্রমিকদের ভালো রাখা। ওইটাই আমাদের আনন্দ, এইটাই আমাদের বড় কিছু। আমাদের পক্ষ থেকে আমাদের কর্মীদের প্রতি এইটা সামান্য একটা উপহার, আমরা ভবিষ্যতেও এটি চালিয়ে নিয়ে যেতে চাই। দ্য কটন গ্রুপের কান্ট্রি ম্যানেজার মিঃ রবিন প্যারি বলেছেন, এই উদ্যোগের মাধ্যমে আমরা শুধু কর্মীদের কল্যাণ নয়, তাদের সন্তানদের শিক্ষার সুযোগও বৃদ্ধি করতে চাই। দ্য কটন গ্রুপ বিশ্বাস করে, সমৃদ্ধ কমিউনিটি গড়ে উঠলেই ব্যবসা আরও শক্তিশালী হয়।
এসময় এএমসি নিট কম্পোজিট লিমিটেডের সিএসআর ম্যানেজার সাবিহা আক্তারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
একই দিনে দ্য কটন গ্রুপ এএমসি নিট কম্পোজিট লিমিটেডের নিকটবর্তী বানিয়ারচালা মডেল একাডেমির শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন। ”এডুকেশন প্রজেক্ট ২০২৫” এর উদ্যোগে একাডেমিতে সোলার প্যানেল স্থাপন, বিশুদ্ধ পানির জন্য আর.ও. ফিল্ট্রেশন সিস্টেম, শিক্ষার্থীদের জন্য নতুন টয়লেট নির্মাণ, কম্পিউটার ল্যাব, সায়েন্স ল্যাব ও লাইব্রেরি স্থাপন, সিলিং ফ্যান, খাতা ও কলম সরবরাহ করেছে দ্য কটন গ্রুপ। স্কুলটিতে ২৭৯ জন শিক্ষার্থী পড়াশোনা করছে, যার মধ্যে ১২৩ জন শিক্ষার্থী এএমসি কর্মীদের সন্তান। কর্মীরা নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পেয়ে গভীর সন্তুষ্টি প্রকাশ করেছেন, আর শিক্ষার্থী ও অভিভাবকরা নতুন শিক্ষাসুবিধা পেয়ে আনন্দিত হয়েছেন।
বিআলো/ইমরান