গার্মেন্টস বন্ধ: শ্রমিক নেতার চরিত্রে আহমেদ সাব্বির রোমিও
বিনোদন প্রতিবেদক: দীর্ঘ বিরতির পরে শ্রমিক নেতার চরিত্রে অভিনয় করে ক্যামেরার সামনে হাজির হলেন সাংবাদিক–অভিনেতা আহমেদ সাব্বির রোমিও। টানা এক বছর জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকার পর তিনি আবারও অভিনয়ে ফিরলেন।
রোমিও জানান, সমসাময়িক বাস্তবতা নিয়ে নির্মিত এই টেলিফিল্মে মালিক–শ্রমিক বৈষম্যের চিত্র তুলে ধরা হয়েছে। তিনি বলেন, এখানে একজন শ্রমিক নেতার চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলতে চেষ্টা করেছি। আশা করি টেলিফিল্মটি দর্শকদের ভালো লাগবে।
টেলিফিল্মটির নির্মাতা কামরুল হাসান ফুয়াদ বলেন, আমার এই টেলিফিল্মে শ্রমিক নেতার চরিত্রে একজন বয়স্ক অভিনয়শিল্পীর প্রয়োজন ছিল। রোমিও ভাই অসুস্থতার কারণে চরিত্রটি করতে পারবেন কিনা, সে নিয়ে আমি চিন্তিত ছিলাম। কিন্তু তিনি অসুস্থ শরীর নিয়েও অসাধারণ অভিনয় করেছেন। টেলিফিল্মটি দেখার পরে দর্শকরা সেটা বুঝতে পারবেন।
রোমিও ছাড়াও এতে অভিনয় করেছেন আবদুন নূর সজল, জান্নাতুন নূর মিম, তারিকুজ্জামান তপন, সিয়াম নাছির, নায়সা হাসান সায়বিন, জাকির রুবেল, জিহাদ হাসান সায়বিন, সালাউদ্দিন, জুম্মন, শামীম রেজা, বাদশা এবং রাসেল আহমেদ।
‘গার্মেন্টস বন্ধ’ শিরোনামের টেলিফিল্মটি নির্মিত হয়েছে মালিক–শ্রমিক সম্পর্কের টানাপোড়েন ও মানবিক সংকটের গল্প নিয়ে। এতে বলা হয়েছে–কারখানার গেইট বন্ধ হলে শুধুই মেশিন থামে না, থেমে যায় হাজারো স্বপ্ন, ভেঙে যায় অগণিত সংসার।
টেলিফিল্মটির রচনা, পরিচালনা, সম্পাদনা ও রঙ বিন্যাস করেছেন কামরুল হাসান ফুয়াদ। এটি কে.এইচ.এফ প্রোডাকশনের সহযোগিতায় নির্মিত একটি চ্যানেল আই প্রযোজনা। আগামী ২৯ আগস্ট, শুক্রবার দুপুর ৩টায় চ্যানেল আইয়ের পর্দায় টেলিফিল্মটি প্রচারিত হবে।
বিআলো/এফএইচএস