বাবুগঞ্জে সড়ক পাকা করার দাবিতে স্কুল শিক্ষার্থী ও গ্রামবাসীর মানববন্ধন
ফাহিম আহমেদ, বাবুগঞ্জ: বরিশালের বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের চরআলগী এলাকায় ৩ কিলোমিটার কাঁচা রাস্তা পাকা করার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও স্থানীয় গ্রামবাসী।
সোমবার সকাল ১১টায় চরআলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী এ মানববন্ধনে শতাধিক গ্রামবাসীর পাশাপাশি রমজান কাঠি মাধ্যমিক বিদ্যালয়, চরআলগী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাহেরচর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মো. মোশারফ হোসেন খান। বক্তব্য দেন বাহেরচর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. শিহাব উদ্দিন, চরআলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোরশেদা খানম, আব্দুস সাত্তার হাওলাদার, মো. রাজু প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, দীর্ঘ ৫৪ বছরেও বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর মাধ্যমিক বিদ্যালয়ের দক্ষিণ দিক থেকে চরআলগী খেয়াঘাট হয়ে পশ্চিম চরআলগী উচা ব্রিজ পর্যন্ত আঞ্চলিক সড়কটি কোনো সরকার বা সংস্থা পাকা করেনি। অথচ ব্যক্তিগত উদ্যোগে ইউনিয়নের অন্য অনেক সড়ক পাকা করা হয়েছে।
স্থানীয়দের দাবি, প্রতিদিন এ কাঁচা রাস্তা ব্যবহার করে শতাধিক শিক্ষার্থী বিদ্যালয়ে যাতায়াত করে। পাশাপাশি বাবুগঞ্জ সদর, বাটাজোর ও ঢাকা-বরিশালসহ বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী সহস্রাধিক মানুষ এ রাস্তার কারণে দুর্ভোগে পড়ছেন। বর্ষা মৌসুমে কাদা ও জলাবদ্ধতার কারণে যাতায়াত একেবারেই দুর্বিষহ হয়ে পড়ে।
এ অবস্থায় স্থানীয়রা অবিলম্বে রাস্তা পাকা করার দাবি জানান।
বিআলো/এফএইচএস