বিমান বন্দরে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত লন্ডন প্রবাসী বিএনপি নেতা
নিজস্ব প্রতিবেদক:রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত হলেন লন্ডন জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট মো: রেজাউল করিম। সোমবার দুপুর বারোটার দিকে হযরত শাহ মুখদুৃম বিমানবন্দরে পৌঁছানোর পর বিএনপি নেতাকর্মী ও দলীয় সমর্থকরা তাকে বরণ করে নেন।
এসময় বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের নানা চিত্র তুলে ধরে রেজাউল করিম বলেন, প্রিয় জন্মভূমিকে আবারো নতুন করে ঢেলে সাজাতে হবে,সেই লক্ষ্যে রাষ্ট্র সংস্কারের জন্য দেশ নায়ক তারেক রহমান ঘোষিত ৩১ বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুসেন আলী শাহ, দুর্গাপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক গোলামী সরকারসহ ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা।
বিআলো/ইমরান