আমিরাতে হাটহাজারী সমিতির আহবায়ক কমিটি ঘোষণা
মোশাররফ হোসেন, সংযুক্ত আরব আমিরাত: দীর্ঘদিন সংস্কার ও পুনর্গঠনের কার্যক্রম শেষে টানা নয় দফা বৈঠকের পর সর্বসম্মতিক্রমে আমিরাতে হাটহাজারী সমিতির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত কমিটিতে আহবায়ক হয়েছেন কমিউনিটি সর্বজন শ্রদ্ধেয়, রেমিট্যান্সে বিশেষ অবদান রাখা জসিম উদ্দিন তালুকদার সি আই পি এবং সদস্য সচিব হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সংগঠক মুজিবুল হক মঞ্জু। মোট ৫৫ সদস্যের এই আহবায়ক কমিটি ঘোষণা করেন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল হাসান।
ঘোষণার সময় তিনি বলেন, আমাদের উদ্দেশ্য হবে আমিরাতের আইন মেনে প্রবাসী হাটহাজারীবাসীকে ঐক্যবদ্ধ রাখা এবং মানবতার সেবা করা। প্রবাসে চাকরির সমস্যা, চিকিৎসা সেবা, পরিবারে প্রয়োজনে সহযোগিতা, মেধাবী শিক্ষার্থীদের সহায়তা কিংবা প্রবাসীদের লাশ দেশে পাঠানোর মতো যে কোনো মানবিক কাজে আমরা পাশে থাকব।
এসময় নাছির উদ্দিন চৌধুরী বলেন, “হাটহাজারী আমার, আমি হাটহাজারীর” – এই স্লোগান সামনে রেখে সবার ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সদস্য সচিব মুজিবুল হক মঞ্জু বলেন, আমাকে যে গুরুদায়িত্ব দেওয়া হয়েছে, তার মর্যাদা রেখে আমি সবার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে হাটহাজারী সমিতিকে মানবতার সংগঠনে রূপ দিতে কাজ করব।
কমিটির অন্যান্য পদে দায়িত্ব পেয়েছেন— সি. যুগ্ম আহবায়ক এস এম মোদাচ্ছের শাহ। যুগ্ম আহবায়করা হলেন: মাওলানা হাবিবুল্লাহ, মাওলানা নাছির উদ্দিন, এনামুল হক, নোমান আহমেদ, জবরুল আলম চৌধুরী, নাছির হিজাজী, মোহাম্মদ শহিদুল্লাহ, দিদারুল আলম, জামাল উদ্দিন, উত্তম কুমার দে এবং মাহবুবুল আলম।
সি. যুগ্ম সচিব হয়েছেন মোহাম্মদ ওসমান। যুগ্ম সচিবরা হলেন: হাসেম উদ্দিন, আরিফুল আজম চৌধুরী, নাছির উদ্দিন খোকন, সাইফুল্লাহ চৌধুরী, রাশেদুল আলম, দিদারুল আলম (দিদার) এবং গাজী নিজাম।
এছাড়া সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল হাসান, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, একরামুল হক চৌধুরী, মামুনুর রশিদ, মোহাম্মদ শাহজাহান, গোলাম কাদের জিলানী, মো. দৌলত, সিরাজুদ্দৌলা, সি আই পি সজিব, মো. মোরশেদ জামান চৌধুরী, জয়নাল আবেদিন জিল্লুর, রেজাউল আমিন বাবলু, আসাদ নূর, আজম চৌধুরী, ইফতেখার আলম ফয়সাল, জি এম সাইফুল, মোহাম্মদ রিয়াদ, রবিউল হোসেন রুবেল, মো. ইদ্রিস, নাজিম উদ্দিন, গিয়াস উদ্দিন মাহমুদ, এনাম উদ্দিন, কাজি আবুল হাসেম, কাসেম তালুকদার, রবিউল হোসেন নয়ন, মোহাম্মদ সুমন চৌধুরী, শহিদুল আলম মামুন, মোহাম্মদ কামাল, আলাউদ্দিন, তৌহিদুল আলম, দিদারুল আলম, রুবেল চৌধুরী, ইলিয়াস ব্যাংকার, রবিউল হোসেন, শহিদুল্লাহ বাবর প্রমুখ।
অনুষ্ঠানটি শুরু হয় মাওলানা নাছির উদ্দিনের কোরআন তিলাওয়াতের মাধ্যমে এবং শেষ হয় হাটহাজারী সমিতির সফলতা ও লক্ষ্য পূরণের জন্য বিশেষ মোনাজাতে।
বিআলো/তুরাগ