ভর্তুকি মূল্যে আটা বিক্রি শুরু হচ্ছে ১ সেপ্টেম্বর
dailybangla
26th Aug 2025 12:16 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও স্বল্প–আয়ের জনগণের খাদ্য প্রাপ্তি নিশ্চিত করতে খাদ্য মন্ত্রণালয় নতুন উদ্যোগ নিয়েছে। চলমান খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় (ওএমএস) কার্যক্রমের আওতায় ভর্তুকি মূল্যে চাল ও আটা বিক্রির পাশাপাশি আগামী ১ সেপ্টেম্বর ২০২৫ থেকে উপজেলা পর্যায়ে প্রতিদিন ১ মেট্রিক টন আটা বিক্রি করা হবে।
খাদ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জনগণ নির্ধারিত বিক্রয় কেন্দ্র থেকে প্রতি কেজি খোলা আটা ২৪ টাকা মূল্যে ক্রয় করতে পারবেন।
এ কার্যক্রম সিটি কর্পোরেশন, শ্রমঘণ জেলা/উপজেলা ও জেলা সদর পৌরসভায় একযোগে চালু থাকবে বলে মন্ত্রণালয় জানিয়েছে।
বিআলো/এফএইচএস