পদোন্নতি পেলেন পুলিশের এসবি প্রধান গোলাম রসুল
dailybangla
26th Aug 2025 1:55 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: পুলিশের বিশেষ শাখা (এসবি) প্রধান মোহাম্মদ গোলাম রসুলকে অতিরিক্ত আইজিপি গ্রেড-টু থেকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-ওয়ান) পদে পদোন্নতি দিয়েছে সরকার।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এ পদোন্নতির আদেশ অবিলম্বে কার্যকর হবে। পাশাপাশি পদোন্নতি পাওয়া কর্মকর্তাকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
২০২৪ সালের ১৩ জানুয়ারি থেকে এসবি প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন গোলাম রসুল। এর আগে তিনি পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে তিনি সবার সহযোগিতা কামনা করেছেন।
বিআলো/এফএইচএস