কারাগারে মোবাইল ও মাদক প্রবেশের বাস্তবতা স্বীকার আইজি প্রিজনের
নিজস্ব প্রতিবেদক: কারাগারের মধ্যে বন্দিদের মোবাইল ফোন ব্যবহারের বিষয়টি স্বীকার করেছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন। তিনি বলেন, মোবাইল ব্যবহার নতুন ঘটনা নয়, এবং বন্দিরা অনেক সময় নিজেকে নয়, অন্য বন্দিকে ফোন করানোর জন্য মোবাইল ব্যবহার করে।
মঙ্গলবার কারা সদর দপ্তরে সংবাদ সম্মেলনে আইজি প্রিজন জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগারে এক হাজারের বেশি অভিযান চালানো হয়েছে এবং বিপুলসংখ্যক ছোট মোবাইল জব্দ করা হয়েছে। তবে তিনি স্বীকার করেন, মোবাইল সম্পূর্ণরূপে বন্ধ করা সম্ভব হয়নি। মোবাইলের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বন্দির ডিভিশন বাতিল করা হয়েছে।
মাদক নিয়ন্ত্রণ সম্পর্কেও আইজি প্রিজন বলেন, কারাগারে বিভিন্ন ধরনের অপরাধী থাকায় কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। পেটে করে ইয়াবা প্রবেশের মতো কৌশলও ধরা পড়েছে, বিশেষ করে চট্টগ্রামে। মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে; কারারক্ষী যারা মাদকের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া, কারাগারে বাসা থেকে রান্না করা খাবার প্রবেশ বন্ধ করা হয়েছে এবং নগদ টাকা উদ্ধার কার্যক্রমও চলছে।
আইজি প্রিজন বলেন, আমরা শতভাগ সফল নই, তবে পূর্বের অবস্থার তুলনায় উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। মোবাইল ও মাদক নিয়ন্ত্রণে আমাদের চেষ্টায় কোনো ত্রুটি নেই।
বিআলো/এফএইচএস