ডাকসু নির্বাচনে তিনস্তরের নিরাপত্তা: সেনাবাহিনী মোতায়েন
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা আজ মঙ্গলবার শুরু হয়েছে। প্রধান রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন জানান, নির্বাচনে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, যার তৃতীয় স্তরে সেনাবাহিনী মোতায়েন থাকবে।
তৃতীয় স্তরের সেনা সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবেন এবং পাঁচ মিনিটের মধ্যে যেকোনো ভোটকেন্দ্রে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবেন। এছাড়া ভোটের দিন পর্যন্ত কেন্দ্রে অবস্থান করবেন। প্রথম স্তরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রক্টোরিয়াল টিম ও ডিএনসিসির ২০০ সদস্য দায়িত্ব পালন করবেন। দ্বিতীয় স্তরে পুলিশ সদস্যরা মোতায়েন থাকবেন।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী জানান, নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয়ে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। ভোটের সাতদিন আগে থেকে আবাসিক হলে কোনো বহিরাগত প্রবেশ করতে পারবে না এবং ৮–৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশনে ট্রেন চলাচল বন্ধ থাকবে।
রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের সতর্ক করে বলেন, নির্বাচনী প্রচারণা যেন শিক্ষার পরিবেশে ব্যাঘাত না ঘটায় এবং মুক্তিযুদ্ধ, জাতির পিতা, শহীদ ও দেশের সার্বভৌমত্ব নিয়ে অবমাননাকর মন্তব্য বরদাশত হবে না। অনলাইনে বিদ্বেষমূলক বক্তব্য বা হয়রানি প্রমাণিত হলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ড. জসীম উদ্দিন আশা প্রকাশ করেন, ৪০ হাজার শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে নির্বাচনী প্রক্রিয়া সফল হবে এবং ডাকসু নির্বাচন শুধু বিশ্ববিদ্যালয়ের নয়, গোটা দেশের গণতান্ত্রিক সংস্কৃতির একটি মাইলফলক হয়ে উঠবে।
বিআলো/এফএইচএ