কালিয়াকৈরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: পুলিশই জনতা, জনতাই পুলিশ এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈরে পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। জনবান্ধব পুলিশি সেবা, অপরাধ দমন এবং সামাজিক সমস্যা নিয়ে জনগণের সরাসরি মতামত গ্রহণের উদ্দেশ্যে মঙ্গলবার সকালে কালিয়াকৈর থানার আয়োজনে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি মো. সেলিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মান্নান। এ সময় আরো বক্তব্য রাখেন ওসি তদন্ত জাফর আলী, ওসি অপারেশন মো. যোবায়ের আহমেদ, কালিয়াকৈর থানার সেকেন্ড অফিসার মো.ওয়ালিয়ুর রহমান,চৌকস এস আই মো. শহিদুল এবং কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান মোহাম্মদ জসিম উদ্দিন,পুলিশ কর্মকর্তারাসহ অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ইমাম, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ নাগরিক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন এস আই মো. জাহাঙ্গীর। প্রধান অতিথি ওসি আব্দুল মান্নান বলেন, জনগণের অংশগ্রহণমূলক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর। আমরা চাই, জনগণ ও পুলিশ একসঙ্গে কাজ করুক-এটাই এই ওপেন হাউজ ডে-এর মূল লক্ষ্য। বক্তারা মাদক, সন্ত্রাস, চুরি, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে কালিয়াকৈর থানা পুলিশের ভূমিকার প্রশংসা করেন এবং থানাভিত্তিক জনসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান। এ সভা স্থানীয়ভাবে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলে এবং পুলিশের সঙ্গে জনগণের দূরত্ব কমিয়ে আনার একটি সফল উদ্যোগ হিসেবে পরিগণিত হয়।
বিআলো/ইমরান