• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    চাঁদপুরে বছরে ১,১৪১টি হারানো মোবাইল উদ্ধার, আইএমইআই যাচাইয়ের ওপর গুরুত্বারোপ পুলিশ সুপারের 

     dailybangla 
    26th Aug 2025 6:28 pm  |  অনলাইন সংস্করণ

    সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর: চাঁদপুর জেলা পুলিশ হারানো বা চুরি হওয়া মোবাইল ফোন পুনরুদ্ধারে গত এক বছরে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। পুলিশ সাধারণত সাইবার ক্রাইম ইউনিট ও মোবাইল ক্রাইম মনিটরিং সেল ব্যবহার করে ফোনের আইএমইআই নম্বরের মাধ্যমে ট্র্যাকিং করে থাকে।

    জেলা পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১ আগস্ট থেকে ২০২৫ সালের ৩১ জুলাই পর্যন্ত চাঁদপুরের ৮টি থানায় অভিযান চালিয়ে ৩,৬৬৪টি সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে মোট ১,১৪১টি হারানো বা চুরি হওয়া মোবাইল উদ্ধার করা হয়েছে এবং প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

    উদ্ধারকৃত মোবাইলের সংখ্যা থানাভিত্তিকভাবে হলো: চাঁদপুর সদর মডেল থানা ২০১টি, হাইমচর ৪০টি, ফরিদগঞ্জ ১০৯টি, মতলব দক্ষিণ ২৩৯টি, মতলব উত্তর ১২৪টি, শাহরাস্তি ৬৫টি ও কচুয়া ২১০টি।

    চাঁদপুর জেলা পুলিশের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম জানিয়েছেন, মোবাইল হারালে আইএমইআই নম্বরসহ জিডি করা অত্যন্ত জরুরি। এই নম্বরের ভিত্তিতে পুলিশ নির্ধারণ করে কোথায় কোন সিম ব্যবহার হচ্ছে এবং সেই তথ্যের মাধ্যমে চোর বা প্রতারক চক্র শনাক্ত করা যায়। সাধারণত এক থেকে দেড় মাসের মধ্যে ফোন উদ্ধার করা সম্ভব হয়।

    তিনি নাগরিকদের সতর্ক করে বলেন, পুরনো মোবাইল ক্রয় করার আগে অবশ্যই আইএমইআই নম্বরসহ প্রকৃত মালিক যাচাই করুন। এই সচেতনতা মোবাইল চুরির প্রবণতাকে ধীরে ধীরে কমাতে সহায়ক হবে।

    গত এক বছরের হিসাব অনুযায়ী, আগষ্ট ২০২৪ থেকে জুলাই ২০২৫ পর্যন্ত বিভিন্ন থানায় মোবাইল হারানোর বহু মিসিং ডায়েরি (জিডি) করা হয়েছিল। ডিবি এবং থানা পুলিশের সহযোগিতায় মোট ১,১৪১টি হারানো মোবাইল উদ্ধার করে যথাযথ প্রমাণ সাপেক্ষে প্রকৃত মালিকের হাতে হস্তান্তর করা হয়েছে।

    এসপি মুহম্মদ আব্দুর রকিব আরও বলেন, “এ ধরনের সফল অভিযানে জনগণের পুলিশের প্রতি আস্থা ও বিশ্বাস বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে চোর ও প্রতারক চক্রও সতর্ক হচ্ছে, ফলে অভিযোগের পরিমাণও ধীরে ধীরে কমে আসছে। চাঁদপুর জেলা পুলিশের এই সাফল্য শুধুমাত্র প্রযুক্তিগত সক্ষমতারই নয়, জনসেবায় আন্তরিকতারও একটি উজ্জ্বল উদাহরণ।”

    তিনি জানান, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল স্বতঃপ্রণোদিতভাবে মোবাইল উদ্ধার কাজ করে থাকে, ভুক্তভোগীদের তদবির বা যোগাযোগ ছাড়াই। চাঁদপুর একটি ছোট জেলা হলেও, এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো। প্রান্তিক মানুষের হারানো মোবাইল উদ্ধার করা পুলিশর জন্য আবেগের কাজ। যখন মালিক ফোন ফিরে পায়, তাদের মুখের হাসি পুলিশকে আরও অনুপ্রাণিত করে।

    ভুক্তভোগীরা হারিয়ে যাওয়া মোবাইল ফোন হাতে পেয়ে প্রকৃত মালিকরা আবেগপ্রবণ হয়ে পড়েন। এ সময় তারা বলেন, পুলিশের প্রতি আমাদের যে আস্থা ছিল আজকের পর থেকে তা আরও বহুগুণে বেড়ে গেল। চাঁদপুর জেলা পুলিশ প্রশাসনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তাদের হারানো ফোন ফিরে পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031