লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন: ড. মোশাররফ
এস এম শাহ্জালাল সাইফুল: গত সোমবার সন্ধ্যায় লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন। এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেনের পুত্র বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন। ড. মারুফ তার ভেরিফাইড ফেসবুকে বৈঠকের একটি ছবি পোস্ট করে এ বৈঠকের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে ড. মারুফ ‘এটি জীবনের একটি সেরা মূহুর্ত’ বলে আখ্যা দেন। ড. মোশাররফ উন্নত চিকিৎসার জন্য গত ১৫ আগস্ট তার স্ত্রী ও পুত্র ড. মারুফকে সঙ্গে নিয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডন গমন করেন। হিথ্রো বিমান বন্দরে পৌঁছলে যুক্ত রাজ্য বিএনপির সভাপতি এম এ মালেকসহ অসংখ্য স্থানীয় দলীয় নেতাকর্মী এবং শুভাকাক্সক্ষীগণ ড. মোশাররফ হোসেনকে আন্তরিক সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানান।
আজ ২৬ আগস্ট বিকালে লন্ডনস্থ প্রবাসী বিভিন্ন শ্রেণি পেশার বৃহত্তর কুমিল্লাবাসীগণ ড. মোশাররফ ও ড. মারুফ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাদের সংবর্ধনা প্রদান করেন এবং তাদের প্রিয় নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন -এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন বলে জানা যায়। লন্ডন প্রবাসী কুমিল্লা উত্তর জেলা ছাত্র দলের সাবেক নেতা তিতাস উপজেলার কৃতী সন্তান মো. মাহবুবুর রহমান বলেন, আমাদের শ্রদ্ধেয় প্রবীণ নেতা ড. মোশাররফ স্যারের সঙ্গে বৃহত্তর কুমিল্লার অসংখ্য প্রবাসী সৌজন্য সাক্ষাৎ করে তার সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। আগামী ২৮ আগস্ট সকালে ড. মোশাররফ দেশে ফিরার কথা রয়েছে।