শ্রম আইন সংস্কারে শ্রমিক–মালিকের প্রস্তাবনায় সরকারের সম্মতি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের শ্রম আইন, ২০০৬ সংশোধনের বিষয়ে শ্রমিক, মালিক ও সরকারের প্রতিনিধিদের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। এ লক্ষ্যে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি)-এর ৮৯তম সভা সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান ও নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, শ্রমিক ও মালিকের পরামর্শের ভিত্তিতেই শ্রম আইনকে যুগোপযোগী করা হবে, যা আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে।
আলোচনায় অংশগ্রহণকারীরা শ্রম আইনকে সুসমন্বিত ও আধুনিকায়নের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। সভায় সংশোধনীর কাজ দ্রুত সম্পন্ন করার তাগিদ দেওয়া হয়।
এ বৈঠকে বিশেষ পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রতিনিধিরা। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন (বিইএফ), বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস), টিসিসির সদস্যবৃন্দ এবং শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
বিশ্লেষকদের মতে, এ সংশোধনী দেশের শ্রমবাজারকে আরও গতিশীল করবে এবং শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।
বিআলো/তুরাগ