চাঁদপুর সদরের জনবান্ধব ইউএনও সাখাওয়াত জামিল সৈকতকে লক্ষ্মীপুরের এডিসি পদে বদলী
সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকতকে বদলী করে লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে পদায়ন করা হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির বিষয়টি জানানো হয়।
জানা যায়, সাখাওয়াত জামিল সৈকত বিসিএস ৩৫তম ব্যাচের কর্মকর্তা। ২০২৩ সালের ১৭ আগস্ট তিনি চাঁদপুর সদরে ইউএনও হিসেবে যোগদান করেন। এর আগে ঢাকার জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অভিজ্ঞ প্রশাসক হওয়ার পাশাপাশি তিনি সাহিত্যচর্চার সাথেও যুক্ত। তার প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে “অচেনা যাদুকর” এবং “জলপাই ভালোবাসা”।
প্রসঙ্গত, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা সাম্প্রতিক আদেশে মোট ১৭ জন উপজেলা নির্বাহী অফিসারকে অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদোন্নতি দেওয়া হয়। এর মধ্যে সাখাওয়াত জামিল সৈকতকে লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।
বিআলো/তুরাগ