মাদারীপুরের কালকিনিতে আনসার ও ভিডিপি”র বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত
মো.হেমায়েত হোসেন খান,মাদারীপুর: পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সারা দেশের ন্যায় মাদারীপুরের কালকিনিতেও অনুষ্ঠিত হয়েছে আনসার ও ভিডিপি আয়োজিত বৃক্ষরোপণ অভিযান। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে কালকিনি পৌরসভা চত্বরে এ কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ।
এসময় বৃক্ষরোপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোছাঃ ইয়াসমিন আক্তার। উদ্বোধনী পর্ব শেষে উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, খালি জমি ও জনবহুল স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এতে অন্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরেফীন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, কালকিনি আনসার ও ভিডিপি ব্যাংকের ব্যবস্থাপক মোঃ হেজাজ খান, ইউনিয়ন দলনেতা ও শতাধিক আনসার-ভিডিপি সদস্য।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রবিউল ইসলাম জানান, ‘পরিবেশ রক্ষা, প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় আমাদের এ কর্মসূচি। ভবিষ্যতেও এর পরিধি বাড়ানো হবে।’ এ বৃক্ষরোপন কর্মসূচির উদ্যোগে স্থানীয় বাসিন্দারাও বেশ উৎসাহিত রয়েছে। তারা মনে করছেন, এ ধরনের কার্যক্রম শুধু পরিবেশ রক্ষার জন্য নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও টেকসই জীবন গঠনে সহায়ক হবে।
বিআলো/ইমরান